কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) কোভিড-১৯ নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট ধরা পড়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সোমবার তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ধরা পড়ার পর তিনি বাসায় আইসোলেশনে আছেন। তিনি দেশবাসীর কাছে রোগমুক্তি চেয়ে দোয়া চেয়েছেন।
ফজলুল হক মিলনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন শায়রুল।
প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন ফজলুল হক মিলন। নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি।
COMMENTS