
দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক নারায়নগন্জ প্রতিনিধি ইলিয়াসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে গাজীপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কমিটিরর যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা কমিটির আহবায়ক মুহাম্মদ মুছাখান রানার নেতৃত্বে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রশাসনকে উদ্দেশ্যে করে সাংবাদিকরা বলেন, আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। সাগর রুনী হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। তবে আমরা সাংবাদিক ইলিয়াস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
তাই সরকারকে বলতে চাই নারায়নগন্জে সরকারী সম্পদ গ্যাস চোরদের হামলায় নিহত সাংবাদিক ইলিয়াস হত্যার আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাদ্যমে তাদের ফাসী দেওয়ার আহবান জানান। তা নাহলে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের ৬৪ জেলা থেকে একযোগে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
COMMENTS