
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের নব নিযুক্ত কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেছেন, পুলিশের আমানবিক ও অসহনীয় হওয়ার সুযোগ নেই। আমাদের মোরাল করাপশন থেকেও বেরিয়ে আসতে হবে। অন্যের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং আমার সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে সরে আসতে পারবো না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।
বুধবার দুপুরে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।
সভায় সাংবাদিকদের সহায়তা কামনা করে পুলিশ কমিশনার বলেন, সকলের সমন্বয়ে সঠিক সেবা নিশ্চিত করতে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ মানুষের সেবা দিতে প্রস্তুত থাকবে সবসময়।
এ সভায় জিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, যায়যায় দিনের গাজীপুর জেলা প্রতিনিধি আবুল হোসেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও মহানগর পুলিশের উপকমিশনার কেএম আরিফুল হক, শরীফুর রহমান, মো. জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খন্দকার লুৎফুল কবির গত ২৭ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।
COMMENTS