“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের ভাওয়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, জেলা তথ্য অফিসার মো: জালাল উদ্দিন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: মাইজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন।
COMMENTS