
গাজীপুরের কালিয়াকৈরে হেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে দেবরের সাথে পরকীয়া সন্দেহে তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।
হেনা বেগম কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে টাঙ্গাইলের মির্জাপুর থানার চিতেশ্বরী এলাকার হযরত আলীর মেয়ে হেনা বেগমকে বিয়ে করেন জসিম উদ্দিন। এ দম্পতির কোনো সন্তান নেই। প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমিয়ে পড়েন হেনা। পরদিন মঙ্গলবার সকালে ঘুমন্ত হেনা বেগমকে ঘরে রেখে তার স্বামী বাড়ির পাশে জমিতে কাজ করতে যান। পরে ছোট ভাইয়ের স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো হেনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা হেনাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, দেবরের সাথে পরকীয়া সন্দেহে স্বামীর অনুপস্থিতিতে হেনাকে তার দেবরের স্ত্রী ও শাশুড়ি হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
কালিয়াকৈর থানার এসআই সামসুদ্দোহা জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
COMMENTS