
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নতুন বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল র্যাব ১২ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, গেল রাতে কোনাবাড়ি নতুন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব ১২ সদস্যরা। এ সময় মতিন ও রফিকুলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার খেয়ারচর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মতিন (৩৩) ও জামালপুরের বকশীগঞ্জ থানার ভানুয়া কামালপুর এলাকার হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
COMMENTS