
ডেস্ক : কাপাসিয়ার আড়াল ‘বাইতুন নূর জামে মসজিদ ও এতিমখানা’র এক ছাত্রকে বেধড়ক পেটানোর দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়াও দায়িত্ব অবহেলার দায়ে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোসা. ইসমত আরা।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোসা. ইসমত আরা বলেন, ‘কাপাসিয়ার আড়াল ‘বাইতুন নূর জামে মসজিদ ও এতিমখানা’র অবাসিক ছাত্র আড়াল গ্রামের শিহাব (৭) বাড়ি যাওয়ার জন্য হোস্টেল তত্বাবধায়কের কাছে ছুটি চায়। কিন্তু ছুটি না দিলে মন খারাপ করে শিহাব নিজের রুমে না থেকে বারান্দার গিয়ে শুয়ে থাকে। এ খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষক মোমিনুল ইসলাম (২৭) গিয়ে শিহাবকে বেধড়ক মারধর করেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে ‘বাইতুন নূর জামে মসজিদ ও এতিমখানা’ গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়’।
তিনি আরো বলেন, “তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ‘সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অমান্য’ করার দায়ে ফৌজদারি কার্যবিধি ‘১৮৯৮ এর দন্ডবিধি ১৮৮ ধারা’ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক মোমিনুলকে এক মাসের কারাদণ্ড এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে”।
COMMENTS