গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় এক্স সিরামিকস কারখানার ভেতরে থাকা জলাশয় থেকে ছমেদ আলী (৪০) নামক এক নিরাপত্তকর্মীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। ছমেদ আলী জামালপুরের ইসলামপুর থানার ঘোনাপাড়া পশ্চিম বাবনা এলাকার মো. আছিম উদ্দিনের ছেলে।
কারখানার জিএম মো. হাবিবুর রহমান জানান, গত ২১ অক্টোবর ছমেদ আলী কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি পান। অন্যদিনের মতো সোমবার কারখানার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে সোমবার রাত ৮টার দিকে সহকর্মীরা কারখানা চত্বরে থাকা অগভীর এক জলাশয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হক জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি রাতের পালার কাজে যোগ দেন। রাত ৮টার দিকে কারখানার লোকজন জলাশয়ে লাশ দেখে তার কর্মকর্তা ও স্বজনদের খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই বলেন, মৃতের দেহে আঘাতের কোন আলামত পাওয়া যায়নি। নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায় ছমেদ আলী একজন মৃগী রোগী ছিলেন। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া বলা ঠিক হবে না।
সোমবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। ছমেদ আলী জামালপুরের ইসলামপুর থানার ঘোনাপাড়া পশ্চিম বাবনা এলাকার মো. আছিম উদ্দিনের ছেলে।
কারখানার জিএম মো. হাবিবুর রহমান জানান, গত ২১ অক্টোবর ছমেদ আলী কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি পান। অন্যদিনের মতো সোমবার কারখানার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে সোমবার রাত ৮টার দিকে সহকর্মীরা কারখানা চত্বরে থাকা অগভীর এক জলাশয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হক জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি রাতের পালার কাজে যোগ দেন। রাত ৮টার দিকে কারখানার লোকজন জলাশয়ে লাশ দেখে তার কর্মকর্তা ও স্বজনদের খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই বলেন, মৃতের দেহে আঘাতের কোন আলামত পাওয়া যায়নি। নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায় ছমেদ আলী একজন মৃগী রোগী ছিলেন। তবে তার মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া বলা ঠিক হবে না।
COMMENTS