
ডেস্ক : টঙ্গীতে এক প্রবাসীর ঘরের ভেতর প্রবেশ করে স্প্রে ছিটিয়ে প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) ‘ছুটি রিসোর্ট’-এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- জিএমপি’র সদর থানার গজারিয়া পাড়া এলাকার মৃত হাসানের মেয়ে তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তার (২৮) এবং পিরোজপুর সদরের পাবেরহাট এলাকার বুলবুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৪)।
মামলার তদন্তকারী অফিসার টঙ্গী থানার পশ্চিম উপ পরিদর্শক (এসআই) মোঃ আবুল হাসান বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টঙ্গীর পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে যায় তানিয়া আক্তার (২৮)। পরে প্রবাসীর স্ত্রী মুক্তারাণীর কাছে খাওয়ার জন্য পানি চায় তানিয়া। ওই সময় মুক্তারাণী তানিয়ার জন্য ভেতর থেকে পানি নিয়ে আসার সঙ্গে সঙ্গে তানিয়া ব্যাগ থেকে স্প্রে বের করে পুরো ঘরে স্প্রে করেন। একপর্যায়ে মুক্তারাণী অজ্ঞান হয়ে পড়েন এবং অন্য কক্ষে থাকা তার দুই মেয়েকে বাহির থেকে দরজা বন্ধ করে দেয় তানিয়া। পরে মুক্তারাণীর দোতলার কক্ষে ঢুকে তানিয়া আলমারীর তালা ভেঙ্গে নগদ ৭ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। কিছুসময় পর মুক্তারাণীর জ্ঞান ফিরলে ঘরের মালামাল লুট হওয়ার অলামত দেখতে পান। পরে এ ঘটনায় জিএমপি’র টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মুক্তারাণী।
এস আই মোঃ আবুল হাসান আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর জয়দেবপুরের সুকুন্দিয়া এলাকার ছুটি রিসোর্ট-এ অভিযান পরিচালনা করে তানিয়া ও তার সহযোগীকে গ্রেপ্তার করেন। তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তারের হেফাজত থেকে চোরাই স্বর্নালংকার বিক্রয়ের নগদ টাকা ২ লাখ ৩৪ হাজার টাকা, তার ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তার একেক সময় একেক নামে পরিচয় দিয়া থাকে, তিনি কখনো নিজেকে তানি, সুমি,ডঃ নওশিন, সাদিয়া, সাদি, নদী, এ্যানী, নুশরাত নাম ব্যবহার করিয়া থাকে। তানিয়া ওই টঙ্গীতে ওই টাকা ও স্বর্ণালঙ্কার লুটের কথা স্বীকার করেছে’।
‘তানিয়া শিকদার ওরফে তানিয়া আক্তারের বিরুদ্ধে মাদক ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে জিএমপি’র পূবাইল, ডিএমপি’র তেজগাও, আদাবর, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানায় ৬টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।’
COMMENTS