
টঙ্গীতে ফেনসিডিলসহ স্থানীয় শীর্ণ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পুলিশ জানায়, আটককুত নাজমুল হক (৩০) ৪৪ নং ওয়ার্ড যুবলীগের (সভাপতি পদপ্রার্থী)। সে দীর্ঘদিন যাবৎ টঙ্গীতে বসবাসের সুবাধে স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় মাদক ব্যবসা করে আসছিল।
বুধবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানার এস আই শাহ ফরিদ ও এ এস আই ফারুক গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি বাজারে এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক ও তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল হকের ছেলে বলে জানা গেছে।
সহকারী উপ-পরিদর্শক(এএসআই) ওমর ফারুক জানান, আটককৃত মাদক ব্যবসায়ী নাজমুল হক নিজেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী দাবী করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু.আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS