এম এ কবির: ধর্মীয় সম্প্রীতির মেসেজ নিয়ে গাজীপুরের উদীয়মান নির্মাতা জাহাঙ্গীর গাজী নির্মাণ করেছেন নাটক "দেহ চোরা"।
ধর্মীয় রেষারেষিতে পৃথিবীতে অনেক ধ্বংসযজ্ঞ ঘটে গেছে এবং এখনও ঘটে চলছে। এমনকি একই ধর্মালম্বীদের মধ্যে প্রতিদিন খুনোখুনি হচ্ছেতো হচ্ছেই। গুজবের আগুনে পুড়ছে মানুষ। জাত পাত বিচারের নামে চলছে বৈষম্য। এ ছাড়া রয়েছে পদে পদে ধর্মীয় কুসংস্কার। সম্প্রতি এশিয়া ইউরোপে ধর্মীয় সংঘাত খুনোখুনির হার চরম পর্যায় ধারণ করেছে। আমরা হাঁপিয়ে উঠেছি ঠিক এই সময় ২ নভেম্বর, সোমবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছিয়ার সাধুর বাজারে হয়ে গেল নাকটির প্রিমিয়ারশো।
প্রিমিয়ারশো শেষে ছোট পর্দার নিয়মিত মুখ মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, হাসিমুন এর অভিনয়শৈলীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে। এছাড়া জাহাঙ্গীর গাজীর মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের মুন্সিয়ানা ছিল নাটকটির পরতে পরতে।

ফকির খালেক সাঁইয়ের সভাপতিত্বে সবুজ সর্দার প্রযোজিত লিও এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটির প্রিমিয়ারশোতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল হক আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানটি উপভোগ করেন নাট্যাঙ্গনের আমন্ত্রিত অতিথি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী সহ নাটকের কলাকুশলীবৃন্দ।
নাটকটি খুব শীঘ্রই বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভিতে প্রচারিত হবে।
COMMENTS