করোনায় আক্রান্ত নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের ফুসফুস ৪০ ভাগের মতো সংক্রমিত হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁর বুকের সিটি স্ক্যান প্রতিবেদন হাতে পাওয়ার পর এমনটাই জানিয়েছেন।
আজ বুধবার জুয়েল আইচের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর স্ত্রী বিপাশা আইচ জানান, গতকালের চেয়ে আজকের অবস্থা কিছুটা ভালো মনে হচ্ছে। অক্সিজেন খুব বেশি দরকার পড়ছে না। খাওয়াদাওয়া নিয়ে জুয়েলের গতকাল যে সমস্যা ছিল, তা আজ কম বলে মনে হচ্ছিল। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, জুয়েল আইচ সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।
৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান, পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলাতে বাধ্য হয় তাঁর পরিবার।
বিপাশা আইচ জানান, জুয়েল আইচের জ্বর, কাশি এখনো রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দিতে হচ্ছে। করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিপাশা আইচ বলেছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জুয়েলকে সোমবার রাতেই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালের চিকিৎসাসেবায় আমরা মোটেও সন্তুষ্ট হতে পারছিলাম না। ভাবছিলাম সেখান থেকে কোথায় নেওয়া যায়। এর মধ্যে হঠাৎ মাথায় এল সম্মিলিত সামরিক হাসপাতালের কথা। সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানালে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। ১০ মিনিটের মধ্যে জুয়েলের ভর্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। এই সহযোগিতা আমার কাছে অবিশ্বাস্য ছিল, আমি সত্যিই মুগ্ধ। তাঁর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।
উল্লেখ্য, জুয়েল আইচ দেশের একজন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশী বাদক ও চিত্রশিল্পী। তিনি একজন মুক্তিযোদ্ধা। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার সমুদয়কাঠি।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS