গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে নানা আয়োজনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। দিনভর সারাদেশে নানা ধরণের কর্মসূচির মাধ্যমে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।
আজ বুধবার দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন, আনন্দ মিছিল, ও আলোচনা সভার মাধ্যমে সকাল থেকে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।
এছাড়াও গাজীপুর মহানগর যুবলীগ সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি, হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্ধিন। এতে সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন যুগ্ম আহবায়ক জনাব মোঃ আলমগীর হোসেন এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।
COMMENTS