শহিদুল ইসলাম: বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় কালিয়াকৈর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার(ভূমি) ও আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে ওই এলাকার বেনজির,আরিফ সিকদার, সুলতান সিকদার,খালেক সিকদার ও বজলু মিয়ার ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া চিড়াই করা কাঠ, করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়।
এসময় কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার, চন্দ্রা বন বিট কর্মকর্তা মনজুরুল ইসলামসহ পুলিশ ও অন্যান্য বিটের কর্মচারীরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
COMMENTS