শহিদুল ইসলাম,কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে উপজেলার স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরির্দশকরা অনির্দিষ্ট কালের জন্য ৫ম দিনের মত কর্মবিরতি পালন করেছেন।
সোমবার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরির্দশক ব্রজানন্দ গোপ,গাজীপুর জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, কালিয়াকৈর শাখার সভাপতি মমিনুর রহমান, সাধারন সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
বক্তারা জানান, ২০১৬ সালে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্ম নাসিম স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা দেওয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এসব দাবী নিয়ে গত ২৬ নভেম্বর থেকে সারাদেশে কর্মবিরতি পালনের এ কর্মসূচী ঘোষণা দেন। এ লক্ষ্যে কালিয়াকৈরের ২১৬টি টিকাদান কেন্দ্রের কার্যক্রম স্থগিত রেখে তারা এ কেন্দ্রীয় কর্মসূচী পালন করছেন।
COMMENTS