গাজীপুর মহানগরের কাশিমপুর থানার মধ্য সুরাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে ছিনতাইকারীর হাতুড়ির আঘাতে ইজিবাইক চালক নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে জসিম উদ্দিন মোল্লা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিন মোল্লা ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়া এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।
নিহত অটো চালক মো. শাকিল (২০), গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরক কামাল এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারি পুলিশ সুপার থোয়াই অং প্রত্ন মারমা জানান, শাকিল, ঢাকার আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার মো. মনার বাড়িতে ভাড়া থেকে কাশিমপুরের বাগবাড়ি, সুরাবাড়িও আশেপাশের এলাকায় ইজিবাইক চালাতেন। আর ঘাতক জসিম উদ্দিন মহানগরের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার জনি মিয়ার বাড়ির ভাড়াটে।
জসিম যাত্রীবেশে মঙ্গলবার রাত ৯টার দিকে কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকা থেকে স্থানীয় সুরাবাড়ি যাওয়ার জন্য শাকিলের ইজিবাইকটি ভাড়া নেয়। পথে মধ্য সুরাবাড়ি হাসেম দেওয়ানের আমবাগানের পাশে নির্জনস্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে শাকিলের মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। পরে জসিম শাকিলের সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে শাকিলকে ইজিবাইক থেকে ফেলে দেয় এবং ইজিবাইক নিজে চালিয়ে বিক্রির জন্য কাশিমপুর রোড হয়ে মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় তার ভায়রা ভাই মো. সায়েমের কাছে রেখে যায়।
স্থানীয়রা মাথায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শাকিলকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভর্তি অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন বুধবার সকালে মামলা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাশিমপুরসহ টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় পৃথক পৃথকস্থানে অভিযান চালিয়ে বুধবার রাত ৮টার দিকে কাশিমপুর এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তার হেফাজত থেকে রক্তমাখা শাকিলের মোবাইল সেট এবং খুনে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়। তবে ইজিবাইকটি উদ্ধার করা যায়নি।
জসিম ঋণের টাকা পরিশোধ করতেই নাকি ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী জসিম হার্ডওয়ারের দোকান থেকে একটি হাতুড়ি কিনেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে জসিম।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS