গাজীপুরে এক যুবতীকে তিনমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. আলী আকবর (৩৫) ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
গাজীপুর শহরের মহানগরের বাসন থানাধীন কড্ডা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আকবরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আকবর একজন পোশাক কর্মী। প্রায় তিন মাস আগে সে তার শ্যালিকাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে গাজীপুরে নিয়ে আসে।
গাজীপুরে আসার পর প্রথমে গাজীপুর মহানগরের বাসন এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে আকবর মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে।কিন্তু মেয়েটি তাতে রাজি না হওয়ায় আকবার প্রাণনাশের হুমকি দিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল।
গ্রেপ্তারের পর আকবর ধর্ষণের কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে র্যাবের এ কর্মর্তা জানান।
COMMENTS