গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিলের করেছে।
এ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাস স্ট্যান্ড শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: বজলুর রশিদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহম্মদ শহিদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, মো: আমানত হোসেন খান,উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ছিলেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দিন, আবু সাঈদ তালুকদার, সিরাজ উদ্দিন মাস্টার, মনজুরুল হক, হুমায়ুন কবির প্রমুখ।
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। আওয়ামী লীগসহ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দেশেবিভিন্ন স্থানে পালিত হচ্ছে এ দিবসটি।
COMMENTS