“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় যথাযথভাবে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইবুর রহমান সিকদার, বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু, সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাষ্টার, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, সদর ইউনিয়নের ইউপি সদস্য আফরোজা বেগম লিপি, ওমর ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন মোঃ শরীফ হোসেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ সময় বক্তাগণ বলেন, পুলিশের কর্মকাণ্ডের পাশাপাশি কমিউনিটি পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে পারলে সমাজের বিভিন্ন ধরনের অপরাধ বন্ধ করা যাবে। এক্ষেত্রে প্রত্যেকের অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকদের নিজ সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, অবশ্যই খোঁজখবর রাখতে হবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS