আশিকুল ইসলাম পিয়াল: গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন পরিচ্ছন্ন ছাত্রনেতা জাহিদুল আলম রবিন।
তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রবিন আওয়ামী পরিবারের সন্তান। অনেকদিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির পাশাপাশি মানবসেবা তার কর্মকাণ্ডের বড় অংশ জুড়ে মিশে আছে। পৌরবাসী ইতোমধ্যে সেই সুফল পেয়েছে। তিনি অবহেলিত জনগণের পাশে দাঁড়িয়ে শ্রীপুর পৌরসভাকে ‘নাগরিকদের পৌরসভা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রীধারী জাহিদুল আলম রবিন অনেকটা অল্প বয়সে ও স্বল্প সময়ে নিজেকে পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রবিন নিয়মিত সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার বাবা জাকির হোসেন বঙ্গবন্ধুর চেতনাকে বুকে নিয়ে কখনও জনপ্রতিনিধি, কখনও দলীয় প্রতিনিধির ভূমিকায় কাজ করেছেন। এমনকি তার মরহুম দাদা আব্দুল বাতেনও আওয়ামী পরিবারের একজন নিবেদিত প্রাণ ব্যাক্তি ছিলেন।
 |
শ্রীপুরে জেলা ছাত্রলীগ নেতা রবিনের উদ্যোগে গাছের চাড়া বিতরণ
|
১৯৯২ সনের ৭ ডিসেম্বর জন্ম নেয়া যুবক জাহিদুল আলম রবিন ব্যবসা ক্ষেত্রেও সফল। রবিন পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবিন ট্রেডার্স, রুমাইসা এক্সপ্রেস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের তিনি পরিচালক। তিনি ১৫-১৬ অর্থ বছরে সবোর্চ্চ আয়কর প্রদান করে ২০১৬ সালে গাজীপুরের সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছিলেন।
“ফ্রেন্ডস ফর সোসাইটি” নামে একটি সামাজিক ও শিক্ষা বান্ধব সংগঠনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সেবা প্রদান ছাড়াও মৌলিক চাহিদা পূরণ করে চলেছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো, অসুস্থ, দীর্ঘদিন রোগে ভোগা মানুষ, জরুরী প্রয়োজনে রোগীর রক্তদান, বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের জন্য বিনামূল্যে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা আয়োজন অব্যাহত রয়েছে।
 |
অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা রবিন |
রবিনের ছাত্ররাজনীতি শুরু ২০০৮ সালে। বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধসহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন এবং এখনো রয়েছেন। ২০১৫ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে জেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১১ সাল থেকে স্থানীয়ভাবে শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০০৮ এর পর থেকে সকল সংসদীয় নির্বাচনে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে নৌকা প্রতীকের পক্ষে জোরালো অবস্থানে থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাঙ্খিত সফলতা নিশ্চিতে নিজেকে নিয়োজিত রাখেন। কোনো লোভ, ব্যাক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ তাকে বাংলাদেশ আওয়ামীলীগের মূল স্রোত থেকে বিচ্যুত করতে পারেনি। জাতীয় নির্বাচন ছাড়াও স্থানীয় সরকার এর সকল নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সপক্ষে সকল কর্মকান্ডে নিজেকে সদা সক্রিয় রাখেন। অতি সম্প্রতি করোনা কবলিত সময়ে ‘কুইক রেসপন্স টীম’ গঠনের মাধ্যমে শ্রীপুর পৌরবাসীর জন্য বিনামুল্যে অ্যাম্ব্যুলেন্স, অসুস্থ ব্যাক্তিদের বাড়িতে ওষুধ পৌঁছে দেয়া, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ, বিনামূল্যে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহায় দরিদ্রদের মাঝে বস্ত্র, অর্থ তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।
 |
নিজ উদ্যোগে খালের ওপর প্রায় ৫০ ফুট দীর্ঘ লোহার একটি সেতু নির্মাণ করেন রবিন
|
ইতিবাচক স্বপ্ন লালন করা যুবক রবিন শ্রীপুর পৌরসভাকে একটি গ্রীন পৌরসভায় রূপান্তর করতে সম্ভব সকল প্রকার কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও সার তৈরীর পরিকল্পনা, সকল রাস্তাঘাট সর্বসময়ের জন্য চলাচল উপযোগী করে গড়ে তোলা, প্রতিটি ওয়ার্ডে বিনোদনের ব্যবস্থা রাখা, নিয়মিত মশা নিধন, শব্দ ও বায়ু দূষণ প্রতিরোধ, শতভাগ রাজস্ব আদায় ও সে অর্থ প্রয়োজনীয় খাতে ব্যয় করা, পৌরসভার শ্রীপুর ও মাওনা চৌরাস্তায় নিজস্ব ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা, পৌরসভার জনবহুল এলাকাগুলোতে রাস্তায় নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা, জনবহুল এলাকায় আধুনিক ও বহুতল পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল প্রকার সেবা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পৌরসভার পক্ষ থেকে শতভাগ নিশ্চিত করা, ডিজটাল বাংলাদেশ বিনির্মাণে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়াসহ নানা উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ শ্রম প্রদান অব্যাহত রাখার অঙ্গীকারও রয়েছে স্বপ্নবাজ যুবক জাহিদুল আলম রবিনের। ঘোষিত এবং অঘোষিত বিভিন্ন ধরণের সেবার মানসিকতা নিয়ে আসন্ন শ্রীপুর পৌরসভার একজন মেয়র হিসেবে পৌরবাসীর সমর্থন এ যুবককে আরও উজ্জীবিত করবে বলে বিজ্ঞজনেরা মন্তব্য করেছেন।
 |
খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
|
জাহিদুল আলম রবিন বলেন. আমি বয়সে নবীন। তবে ইতিহাস সাক্ষী আছে নবীনরাই ইতিহাস সৃষ্টি করে। আমি স্বপ্ন দেখেছি, সুযোগ পেলে অবশ্যই বাস্তবায়ন করবো এবং দেখিয়ে দেবো আমরা পারি। বয়স মূলকথা নয়, কাজের ইচ্ছাশক্তি ও সঠিক পরিকল্পনাই মূলকথা। আমি মন থেকে বিশ্বাস করি এই সরকারের অধীনে সমগ্র বাংলাদেশের মতো শ্রীপুরেরও দৃষ্টান্তমূলক উন্নয়ন সম্ভব, যদি সঠিক পরিকল্পনা সামনে রেখে নিবেদিতপ্রাণে কাজ করা যায়। জনগণের দোয়া ও ভালোবাসা আমার চলার পথের পাথেয়। আমার অস্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও আমি মনোনয়ন পাবো এই আস্থা আমার রয়েছে। বাকিটা মহান আল্লাহপাকের ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।’
COMMENTS