গাজীপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগ ও এর অন্তর্গত ২২ থেকে ৩১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার বিকেলে জয়দেবপুর কনভেনশন সেন্টারে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় ও তার সহধর্মিণী খাদিজা রাসেলের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ মল্লিক বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর রোববার (১৫ নভেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করে প্রতিমন্ত্রীর স্ত্রী খাদিজা রাসেল ও গানম্যান জালাল এর শরীরে করোনা শনাক্ত হয়। করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক খেতাব পাওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংকট কালীন সময়ে সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়ার ও সংগঠনগুলোকে নগদ অর্থ প্রদান করেন।
COMMENTS