গাজীপুর মহানগরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি শাহজাহান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শাহজাহান মিয়া রাজধীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে শাহজাহান মিয়া। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসককে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং- ১৩৩০/২০। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানার মামলা নং- ১৯(০৫)১৮ ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ১ (খ) রুজু ছিল। শাহজাহান মিয়া ২০১৮ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS