এম এ কবির: করোনাকালীন সংকটে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ও বৈশ্বিক যুবকদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 'শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন যুব ও যুব সংগঠনকে পুরস্কৃত করা হবে। এর মধ্য থেকে সেরা ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান ছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে।
ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরি / Volunteer Award Category*
১. অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবী গল্প (ব্যক্তিগত) / Most Inspiring Volunteer Story (Personal)
২.সবচেয়ে কার্যকরী উদ্যোগ (সংস্থা) / Most Impactful Initiative (Organization)
৩.সেরা উদ্ভাবনী ধারণা (সংস্থা) / Best Innovative Idea (Organization)
৪. স্বেচ্ছাসেবী যুব কার্যক্রমে কর্পোরেট সহযোগিতা (সংস্থা) / Corporate Support in Voluntary Youth Activities (Organization)
৫. মিডিয়াক্ষেত্রে বিশেষ অবদান (ব্যক্তিগত) / Most Impactful Media Personnel (Personal)
৬. সম্প্রদায়ভিত্তিক স্বেচ্ছাসেবী অবদান (ব্যক্তিগত) / Community Leadership and Service (Personal)
৭. পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা (সংস্থা) / Environmental Response (Organization)
৮. সাহসী পদক্ষেপ (ব্যক্তিগত/সংস্থা) / Act of Bravery (Personal/Organization)
৯. পেশাদারি শ্রেষ্ঠত্ব (ব্যক্তিগত) / Service Excellence (Personal)
১০.সেরা স্বেচ্ছাসেবী যুব সংগঠন (সংস্থা) / Outstanding Youth Voluntary Organization (Organization)
এ লক্ষ্যে পহেলা নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইয়্যুথ পাওয়ারহাউস বাংলাদেশ ওয়েব সাইটে ( www.youthpowerhouse.org) ভিজিট রেজিস্ট্রেশন করতে হবে।
COMMENTS