টঙ্গীতে বাসের হেলপারের অন্ডকোষে আঘাত কওে গুরতর আহত করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় গাজীপুরা বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, গাজীপুরগামী জামালপুরের যাত্রীবাহী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নামানোর জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। পরে সেখানে দ্বায়িত্বরত ট্রাফিক সার্জেন আনোয়ার জাহিদ মিলন বাসের দরজায় দাড়িয়ে থাকা হেলপারকে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সেটি হেলপারের অন্ডকোষে লাগে, এতে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে এবং দরজা দিয়ে রক্তক্ষণ শুরু হয়।
এ সময় স্থানীয় জনতা যানচলাচল বন্ধ করে দেয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরতর আহত রুবায়েত (৪২) কে হোসেন মার্কেটেস্থ ইম্পেরিয়াল জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। টঙ্গীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তরিকুল ইসলাম জানান, বাসটি তাড়াতে ও হেলপারকে ভয় দেখাতে লাঠি দিয়ে বাসের দরজায় আঘাত করলে অসাবধানতা বসত তার অন্ডকোষে লেগে যায়। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে যে পরিমাণ আঘাত সে পেয়েছিলো তার চেয়ে বেশী অভিনয় করেছে।
এব্যাপারে ট্রাফিক দক্ষিনের দায়িত্বে থাকা (এসি) জানান, এব্যাপারে আমাদের ডিসি মিডিয়া স্যার বক্তব্য দিবেন, আমি কিছু বলতে পারবো না।
এবিষয়ে জানতে ডিসি ট্রাফিক এর সরকারী নম্বরে ফোন করে পাওয়া যায়নি।
COMMENTS