করোনাভাইরাসে মৃত্যুর হারে গত ছয় মাসের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৫ নভেম্বর) এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০০ মানুষ মারা গেছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী থ্যাংকসগিভিং ডে ছুটির শুরুতেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৭১৬। এর মধ্যে করোনায় মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৬২ হাজার ১৪৫ জন। এক দিনে প্রায় দুই লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সংক্রমিত দেশের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৪৯। মারা গেছেন ১৪ লাখ ২০ হাজার ৪৬২ জন।
বিশ্বে করোনা শনাক্তে যুক্তরাষ্ট্রের পরই আছে ভারত। দেশটিতে ৯২ লাখ ২২ হাজার ২১৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন। থ্যাংকসগিভিংয়ে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের অনেকেই পরিবার বন্ধুবান্ধবসহ একত্র হন। তবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এবার থ্যংকসগিভিংয়ের আগের রাতে ভ্রমণ কম হতে পারে।
সাম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর জনাকীর্ণ পরিস্থিতির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা করোনার সতর্কতা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS