রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট এলাকার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত বেশ কিছু ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মালেকাবানু স্কুল ভোটকেন্দ্রের পাশে ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উত্তরা জোনের ডিসি (উপ-পুলিশ কমিশনার) নিশারুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
উল্লেখ্য, মালেকাবানু স্কুল কেন্দ্রে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর ভোট দিয়েছেন। তিনি ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।
এছাড়া উত্তরার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। সকাল ৮টা থেকে শুরু হয়ে এখনো ভোটগ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন-আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS