‘কোভিড-১৯-এর কারণে যদিও নতুন নতুন দক্ষতার চাহিদা বেড়েছে, তবুও তরুণদের মধ্যে এধরনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রবণতার যথেষ্ট অভাব রয়েছে’
এক সমীক্ষায় দেখা গিয়েছে যে দেশের প্রায় ৭৪% তরুণ কোভিড-১৯ পরবর্তী সময়ের বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ করে তোলার ব্যাপারে কোনো চেষ্টা করছে না।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিসের (এফসিডিও) সহযোগিতায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) শনিবার (৩১ অক্টোবর) এক ওয়েবিনারে এই ফলাফল প্রকাশ করেছে।
রবিবার বিওয়াইএলসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারিটি বাংলাদেশি যুবকদের ওপর কী ধরনের আর্থ-সামাজিক প্রভাব ফেলছে তা মূল্যায়ন করার জন্য এই সমীক্ষা চালানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ আঘাত হানার সাথেসাথে সরকার শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দূরশিক্ষণে অগ্রাধিকার দিয়ে তৎপরতা বাড়িয়েছে, তবে ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা আঞ্চলিক ও প্রতিষ্ঠান-ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে।
সমীক্ষা অনুসারে, কোভিড-১৯-এর কারণে যদিও পুরোপুরি নতুন নতুন দক্ষতার চাহিদা বেড়েছে, তবুও তরুণদের মধ্যে এধরনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রবণতার যথেষ্ট অভাব রয়েছে।
একইসাথে, সীমিত নগদ লেনদেন নিয়ে তরুণ উদ্যোক্তারা মহামারির সময়ে বেঁচে থাকার লড়াই করেছেন বলেও সমীক্ষায় জানানো হয়।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS