![]() |
প্রতীকী ছবি |
এম এ কবির : গাজীপুরে দূর্ঘটনাবশত নিশান হোসেন (২৭) ও মোঃ কামাল হোসেন (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল আনুমানিক ১০ টায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর পোল ফ্যাক্টরী ইউনিট ৩ এ ঘটনা ঘটে।
নিহত নিশান হোসেন (২৭) কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামের সামসুদ্দিন প্রামাণিকের সন্তান এবং নিহত কামাল হোসেন (২৫) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানি জোড়া গ্রামের মো. শামসুল হক খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক মৃত নিশান হোসেন (২৭) এবং কামাল হোসেন (২৫) কংক্রিট মিক্সার মেশিন এর ব্লেড পরিবর্তন করার জন্য মেশিনের ভিতরে প্রবেশ করার পর মেশিনের অপারেটর ভুলবশত মেশিনটি চালু করলে নিশান হোসেন এবং কামাল হোসেন গুরুতর জখম হয়। পরবর্তীতে লোকজন তাদেরকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় নিশান হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে কামাল হোসেনও মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতদের আত্মীয়দের অবগত করা হয়েছে। আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
COMMENTS