স্নাতক শেষ বর্ষের সব বিষয়ের পরীক্ষা শেষ না হলে অ্যাপেয়ার্ড হিসেবে কোনো শিক্ষার্থী ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন না। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি)-সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, দুপুরে এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অ্যাপেয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতেই পিএসসি থেকে জানানো হয়, স্নাতনের শেষ বর্ষের পরীক্ষার্থীরা বিসিএসে আবেদন করতে পারবেন না।
পিএসসি সূত্রে জানা গেছে, যাদের সব পরীক্ষা শেষ হয়েছে এবং ফলের অপেক্ষায় আছেন, কেবল তারাই অ্যাপেয়ার্ড লিখে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে ফল প্রকাশের পর যোগ্য হলে প্রিলিমিনারি পরীক্ষায়ও অংশ নিতে পারেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) পরিচালক নেয়ামত উল্ল্যাহ বলেন, ‘যেকোনো বিসিএসে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই স্নাতকের সব বিষয়ের পরীক্ষা শেষ করতে হবে। তবেই তিনি অ্যাপেয়ার্ড হিসেবে আবেদন করতে পারবেন।’ এর বাইরে আবেদনের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS