মুক্তিযোদ্ধা-শিক্ষকসহ নানা পেশার লোকজনের নামে দেয়া মামলা বাতিল, অসাধু বন কর্মকর্তাদের প্রত্যাহার ও বন বিভাগের গেজেট বাতিলের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহমহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসুচী পালন করে এলাকাবাসী ।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন।
এসময় আহবায়ক শওকত ওসমানের সঞ্চালনায় স্থানীয় শিক্ষক জসিম উদ্দিন বি.এস. সির. সভাপতিত্বে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, নজরুল ইসলাম মাস্টার, মিজানুর রহমান মাষ্টার, মোঃ আমিন উদ্দিন শেখ, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, ওহাব ফকির, রফিকুল ইসলাম মাস্টার, এরশাদ আকন্দ, নাজমুল ফকিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা যুগ যুগ ধরে বাপ-দাদার জোত জমিতে বসবাস করতে থাকা জমি -সি এস/, এস এ. /ও আর এস থাকা সত্বেও মুক্তিযোদ্ধা শিক্ষকসহ নানা শ্রেনী পেশার শত শত লোকের নামে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও বন বিভাগের গেজেট বাতিলের দাবি জানায়।
তারা বলেন, বছরের পর বছর ধরে একের পর এক মিথ্যা মামলায় এলাকার সম্মানী লোকজন ও খেটে খাওয়া হতদরিদ্র পরিবারদেরকে ও জড়িয়ে দেয়া হচ্ছে মামলায়। এসব অন্যায় অত্যাচার বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।
এসময় কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS