গাজীপুর মহানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, হেলথ অফিসার ডা. মোহাম্মদ রহমত উল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ব্রিফিংয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
COMMENTS