কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগ রোববার বিকেলে স্থানীয় চান্দনা-চৌরাস্তা এলাকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করে।
বিকেল সাড়ে ৩টার দিকে চান্দনা-চৌরাস্তা ঈদগাহ ময়দান থেকে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ঢাকা- টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা এক প্রতিবাদ সভায় যোগ দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার, সদস্য ডা. এবিএম কাসেম মন্ডল, ইকবাল হোসেন মাস্টার, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমিন উদ্দিন সরকার, মহানগরের ২১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এমারত সরকার,২১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন প্রমূখ।
যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার বলেন, ভাস্কর্য ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশে চলমান ভাস্কর্য বিরোধী মৌলবাদদেরই চক্রান্তেরই অংশ। এই ঘটনাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।
COMMENTS