শহিদুল ইসলাম,কালিয়াকৈর: কালিয়াকৈরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হেফাজত ইসলামের নেতা জুনাইদ বাবুনগরী ও মামুনুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্যের প্রতিবাদে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হালিমা আক্তার পলি, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, জেলা পরিষদের সদস্য আসমা খাতুন, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী নাজমা বেগম, হাসিনা খালেক, পৌর মহিলা লীগের নেত্রী শাকিলা বেগম, নাসিমা আক্তার সহ আরোও অনেকে।
COMMENTS