শহিদুল ইসলাম, কালিয়াকৈর : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, গত ৩০ নভেম্বর কালিয়াকৈর বাজারে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে সরকারি সহযোগিতা দেওয়া হবে । ৭৬টি দোকান মালিকদের ৩ হাজার টাকা ও এক বান করে টিন দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতি পূরণের মাত্রা দেখে সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাবার দেওয়া হবে।
মন্ত্রী দোকান মালিক ও দোকানদেরকে আশস্ত করে বলেন, নিজেদের নিরাপত্তা থাকার জন্য সর্তক থাকা উচিত। আমি আগেই এ-বাজার কমিটি কে বলেছিলাম নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসসহ নিরাপত্তা কর্মী রাখতে হবে। তিনি আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনকালে এসব কথা বলেন ।
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, এ অগ্নিকান্ডে কোন রাজনৈতিক বিষয় নেই। এটা নিছক দুর্ঘটনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS