গাজীপুরের কাশিমপুর থানায় এক পোশাক শ্রমিককে (৩৫) গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৩ ডিসেম্বর) কাশিমপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরআগে শনিবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হল শৈলডুবি এলাকায় বসবাসকারী মানিক মাতব্বর, আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, শনিবার রাত ৮টার দিকে কাশিমপুরে অবস্থিত একটি স্থানীয় একটি গার্মেন্টস থেকে কাজ শেষে ভুক্তভোগী ওই শ্রমিক বাসায় ফিরছিলেন। এসময় শৈলডুবি এলাকায় বসবাসকারী মানিক মাতব্বর, আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী জোরপূর্বক ধরে সড়কের পাশের একটি ছাপড়া ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এসময় অভিযুক্তদের মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS