বর্ণাঢ্য শোভাযাত্রার ও সভার মাধ্যমে গণতন্ত্রের বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আছলাম হোসেন, কাপাসিয়ায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দর্জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমান উল্লাহ ইমু, সদস্য জসিম উদ্দিন শেখ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
COMMENTS