বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে গাজীপুর শহরের রথখোলায় জয়দেবপুর বিদ্যানিকেতন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল। মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর যুুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইকবাল মাস্টার, কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা, আব্দুল হালিম মন্ডল, তোফাজ্জল হোসেন, রাহাত খান প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার পাঁচশত অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। দুপুরে বাদ জুমা জয়দেবপুর রেল জংশন এলাকায় ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের মাঝে সাড়ে নয়শত খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
COMMENTS