আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার বিকালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাস স্ট্যান্ড হয়ে বাজারের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আ'লীগ সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম, কলেজ শাখা ছাত্রলীগের মাহমুদুল হাসান মামুন প্রমূখ।

COMMENTS