গাজীপুরের টঙ্গীতে এমএইচটি ট্রেডার্স নামক একটি কারখানা থেকে তিন টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও প্রায় ৫০০ কেজি কাঁচামাল জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।
তিনি জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এমএইচটি ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা, তিন টন পলিথিনের শপিং ব্যাগ ও প্রায় ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS