সোনার বাংলা গড়তে হলে আমাদের গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত করতে হবে। আমাদের দেশের অর্থনীতির মূল জোগানদাতা হচ্ছে গ্রামের সাধারণ ক্ষুদ্র কৃষক। আমাদের দেশ কৃষিনির্ভরশীল দেশ, আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাটি। আমাদের দেশের সোনার মাটিতে বীজ বপন করলেই ফসল হয়, যা বিশ্বের অনেক উন্নত দেশেই তা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশের ক্ষুদ্র কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান না। তাই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের সমবায়ের মাধ্যমে একত্রিত করে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে।
গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বিকেলে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে প্রধান অতিথির হিসিবে বক্তব্যে রাখতে গিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, উজ্জীবিত হবে আমাদের গ্রামীণ অর্থনীতি, দেশ হবে উন্নয়নশীল, বাস্তবায়ন হবে বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্ন। তাই আমাদের কৃষকদের সাথে নিয়ে উন্নয়ন মুলক কর্মকান্ডে ঝাপিয়ে পড়তে হবে। তবেই আমার কৃষকদের মুক্তির পথ খুলে যাবে।কৃষকদের দু:খ কস্ট কিছুটা হলেও লাগব হবে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে ও আবৃত্তিকার ইকবাল নিশাদের পরিচালনায় অনুষ্ঠানে
বক্তব্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা, সমবায়ী অধ্যক্ষ তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, জেলা সমবায় কর্মকর্তা সাদ্দাম হোসেন, মনিরুল হক চানমিয়া, নূরুল আমীন সিকদার, কামাল হোসেন প্রমুখ।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS