গাজীপুরে করোনা ভাইরাস থেকে মুক্ত হবার সুবাদে আন্তর্জাতিক করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তাঁর সহধর্মিনী খাদিজা রাসেল এর জন্য শোকরানা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, ১৯ ডিসেম্বর দুপুরে গাজীপুর মহানগরের ১৯ মার্চ ডিজিটাল পার্ক কনভেশন সেন্টারে মানবিক বাংলাদেশ সোসাইটি,গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এর সাধারণ সম্পাদক মুক্তা ইসলাম ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এম এ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও তাঁর সহধর্মিনী খাদিজা রাসেল এর করোনা ও সমাজ সেবায় প্রতিমন্ত্রী দম্পতির কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং তাঁদের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা শাখার আহবায়ক মুসা খান রানা, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী সেচ্চাসেবক লীগের সহসভাপতি শাহজাহান মন্ডল প্রমুখ।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আক্তার হোসেন গাজীপুরী মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এতিমদের মাঝে আদম তমিজী হক কর্তৃক প্রতিষ্ঠিত মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
COMMENTS