সকল জল্পনা কল্পনার অবসান করে। গাজীপুর এর শ্রীপুরে আগামী ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য হবে শ্রীপুর পৌরসভা সাধারণ নির্বাচন। উক্ত নির্বাচনকে কেন্দ্র সমগ্র পৌরসভায় জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ ও কর্মব্যস্ততা। পাশাপাশি জমে উঠেছে চা এর স্টল, হোটেল রেঁস্তোরাসহ বিভিন্ন দোকানপাট। তবে সর্বত্রই বিরাজ করছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত বৈধ মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের (৪৯) মৃত্যুর শোক।
শহিদের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ২০ অনুসারে জেলা নির্বাচন অফিসার গাজীপুর ও শ্রীপুর পৌরসভা নির্বাচন ২০২০ এর রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ ৯ ডিসেম্বর বুধবার মেয়র পদে নির্বাচন বাতিল করেন।
মেয়র পদে নির্বাচন বাতিল করলেও পূর্বের সময় অনুযায়ী যথা সময়েই অনুষ্ঠিত হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের ভোট যোদ্ধ! এর মধ্যে ১১ ডিসেম্বর কাউন্সিলর প্রার্থীদের প্রতিকও দেওয়া হয়েছে। যার সাথে সাথে শুরু হয়েছে নির্বাচনের নির্ধারিত ১৫দিনের প্রচারণা।
স্মরণীয় মরহুম মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ মৃত্যুর আগে বেশ কিছুদিন যাবত ফুসফুসের রোগে ভুগছিলেন। মৃত্যুর দুই সপ্তাহ আগে তার কোভিট-১৯ এর উপসর্গ দৃশ্যমান হলে পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ২৮ নভেম্বর প্রথমে ঢাকার উত্তরা হাইকেয়ার হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর বুধবার বেলা সোয়া ১১টায় তিনি মারা যান। ওইদিনই রাত ৮টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

COMMENTS