যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং টেলিটকের মধ্যে কর্পোরেট ডিজিটাল সার্ভিস সংশ্লিষ্ট বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মো. মোস্তাফা জব্বার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই স্মারক সাক্ষরিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আজকের এ সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের যুব উন্নয়নে এক নতুন যুগের সূচনা হলো। এটি প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আর একটি কার্যকরী পদক্ষেপ।
যুব সমাজের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের ট্রেডে দক্ষতাবর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তবে কোভিড পরিস্থিতির কারণে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে গতিশীলতা আনতে অনলাইনভিত্তিক ট্রেনিং চালু করতে আমরা টেলিটকের সঙ্গে ‘ই-ট্রেনিং এন্ড সার্ভিস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’ স্থাপন বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষর করছি।
তিনি বলেন, এর মাধ্যমে আমাদের যুবসমাজ ঘরে বসেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। একই সাথে এ প্লাটফর্ম ব্যবহার করে আমাদের খেলোয়াড়রাও অনলাইনে প্রশিক্ষণ ও মোটিভেশন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাহাবউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS