জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আব্দুল হাদী শামীম প্রমুখ। একই সময় গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া মহানগরের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রদক্ষিণ করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, সম্পাদক এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আলতাব উদ্দিন মাস্টার প্রমুখ।
COMMENTS