গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতল এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬) ও শেরপুরের ঝিনাইগাতী থানার জারুলতলা এলাকার জুলহাস আকন্দের ছেলে মেহেদী হাসান (১৪)।
সালনা হাইওয়ে থানার ওসি মো. নাসির উদ্দিন মজুমদার জানান, রিকশাযোগে শামীম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের দিকে দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রা পল্লি বিদ্যুৎ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী শামীম হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
শামীম হোসেন ওই এলাকায় বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার এসআই মোসাব্বির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল অবস্থায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক উল্টো পথে এসে ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মেহেদী হাসান ও চালক আজাদ হোসেন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS