শহিদুল ইসলাম: সাংবিধানিক নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নির্বাচিত উপজেলা পরিষদ কতৃত্বহীন ও তৃনমূলে জবাবদিহি শাসন বিঘ্নিত বিষয়ে সাংবাদিক ও বিশিষ্টজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড: রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কাালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, সাংবাদিক এম তুষারী, শহিদুল ইসলাম প্রমূখ।
COMMENTS