গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও হেলপারসহ ১১ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রীপুর উপজেলার রসূলপুর গ্রামের আজহারুল ইসলাম (২৯), ইন্দ্রপুর গ্রামের মৌসুমী আক্তার (২৮), তাঁর ছেলে রিমন (৯) ও মোসাঈদ (৬), বরমী ইউনিয়নের সাতখামাইর (দুর্লভপুর) গ্রামের আমজাদ হোসেন (২৫), লেগুনা চালক শাকিব হোসেন (১৮), হেলপার রাকিব হোসেন (১৫), বহেরারচালা গ্রামের লিপি আক্তার (৩২), গোসিংগা গ্রামের ইসলাম (১৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাতলা গ্রামের সাহেব আলী (২৮), লক্ষীপুরের কমলগঞ্জ উপজেলার চরমাটি গ্রামের বিবি হাজেরা (৬০) ও হোসাইন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কে এম নাজমুল আহসান জানান, গুরুতর আহত মৌসুমী আক্তার, লিপি আক্তার, বিবি হাজেরা এবং হোসাইনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, দুর্ঘটনায় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ট্রাকচালক শাহাদাত হোসেনকে আটক করেছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS