বিভিন্ন জেলায় নভেল করোনা ভাইরাসের টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আপাতত ৩৪টি জেলায় করোনার টিকা পাঠানো হচ্ছে। এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ, কুষ্টিয়া ও নাটোরসহ বেশ কিছু জেলায় টিকা পৌঁছে গেছে।
গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানা থেকে কড়া নিরাপত্তা মধ্য দিয়ে বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকা পাঠানো শুরু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, যেসব জেলায় টিকা পাঠানো হচ্ছে, সেখানকার প্রশাসনকে আগে থেকেই এ বিষয়ে জানিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুক্রবার টিকা পৌঁছানোর পরপরই এই ৩৪টি জেলার সিভিল সার্জনরা প্রশাসনের সহায়তায় টিকা গ্রহণ করবেন। বর্তমানে সরকারের হাতে থাকা ৭০ লাখ টিকা জেলাগুলোতে পৌঁছানোর পর আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

COMMENTS