গাজীপুরে বিউটি পার্লারের এক কিশোরী কর্মীকে আটকে রেখে দিনের পর দিন জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটির এক সংরক্ষিত নারী কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিউটি পার্লার কর্মী বাদি হয়ে নারী কাউন্সিলরসহ দুইজনকে আসামি করে মঙ্গলবার বাসন থানায় মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী (৪০) ও নগরীর গ্রেটওয়াল সিটির মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার মোঃ নূরুল হক (৬৫)। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদি ওই কিশোরী উল্লেখ করেন, চার মাস পূর্বে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী চান্দনা চৌরাস্তায় রহমান শপিং মলে তার পরিচালিত আনন্দ বিউটি পার্লারে চাকুরি নেয়। কিছু দিন পর ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া বাসার ফ্ল্যাটে নিয়ে বিউটি পার্লারের কাজ করার পাশাপাশি তাকে কাজের মেয়ের পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে বিভিন্ন ধরণের কাজ করাতো। প্রতিবাদ করলে নানা ধরণের হুমকি দেয়া হতো।
এ ছাড়া গত ১৫ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি নুরুল হকের সহযোগিতায় ওই ফ্ল্যাটে তাকে দিয়ে পতিতাবৃত্তির কাজে বাধ্য করতো। একাধিকবার নারী কাউন্সিলরের বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে রেখে পতিতাবৃত্তির কাজ করতে বাধ্য করতো করা হতো। পরে মঙ্গলবার সকালে কৌশলে পালিয়ে এসে বাসন মেট্রো থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বাসন মেট্রো থানার ওসি কামরুল ফারুক জানান, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই কিশোরীটিকে জিম্মি করেই দেহ ব্যবসা করিয়ে আসছিলেন বলে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিষয়টির তদন্ত চলছে।
তবে এ বিষয়ে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মোবাইলে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS