গাজীপুরে জুয়ার আসর থেকে ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল আলী (৫০), আরিফ হোসেন (৩৩), সুজন মিয়া (৩৫), বাবুল মিয়া (৩৫), রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর (৪২), শরীফুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (১৮), শামীম মিয়া (৩০), মোবারক (৩০), মতিন (৩৫), মজিবুর (৩৭), কাজল (৩৫), মুজিবুর (৩০), আবুল হাশেম (৪৬), হেলাল মিয়া (৪৮) ও রফিকুল ইসলাম (২৫)। তারা সবাই গাজীপুর সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বসবাস করে।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আলীর বাড়িতে সোমবার রাতে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসেছে। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিকসহ ১৭ জুয়াড়িকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS